ভুল কেন্দ্রে গিয়েও পুলিশের সহায়তায় পরীক্ষার সুযোগ পেলেন শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৫ই সেপ্টেম্বর ২০২২ ০৮:২৫ অপরাহ্ন
ভুল কেন্দ্রে গিয়েও পুলিশের সহায়তায় পরীক্ষার সুযোগ পেলেন শিক্ষার্থী

ভুল করে অন্য পরীক্ষা কেন্দ্রে চলে আসা এক এসএসসি পরিক্ষার্থীকে নির্ধারিত কেন্দ্রে পৌঁছে দিল ডেমরা ট্রাফিক পুলিশ।


আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টম্বর ২০২২) সকাল আনুমানিক ১০:১৫ টায় এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২২ এর প্রথম পরীক্ষার (বাংলা ১ম পত্র) দিনে সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-ডেমরা জোন) মো: ইমরান হোসেন মোল্লার সরেজমিনে তদারকিকালে এক পরীক্ষার্থী অভিভাবকসহ ভুল করে শ্যামপুর সরকারি মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে চলে আসে।


ওই পরীক্ষার্থীর রোল মিলিয়ে দেখে তার কেন্দ্র মূলত শ্যামপুর ঢাকা ম্যাচ ফ্যাক্টরি সংলগ্ন বাকচর আদর্শ উচ্চ বিদ্যালয় যা ঐ কেন্দ্র থেকে প্রায় আধ ঘন্টা দুরত্বে অবস্থিত।


তার মা পরীক্ষার্থীর সাথে থাকায় পরিস্থিতি ও সময় বিবেচনায় তাদের দুজনকে এসি ট্রাফিক-ডেমরা ইমরান নিজের সরকারি গাড়িতে করে বাকচর আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পৌঁছে দেন। এসময় টিআই জিএম মুছা কালিমুল্লা ও সঙ্গীয় সার্জেন্ট ইমরান সর্বাত্মক সহযোগিতা করেন।


যথাসময়ের আগেই পরীক্ষার্থী ও অভিভাবক নিরাপদে কেন্দ্রে পৌছাতে পেরে তারা ডেমরা ট্রাফিক পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানান।

সূত্র: ডিএমপি নিউজ