ভূঞাপুরে শিক্ষার্থীদের হাতে নতুন বই

নিজস্ব প্রতিবেদক
ফুয়াদ হাসান রঞ্জু, উপজেলা প্রতিনিধি, ভূঞাপুর- টাঙ্গাইল
প্রকাশিত: রবিবার ১লা জানুয়ারী ২০২৩ ০৫:২২ অপরাহ্ন
ভূঞাপুরে শিক্ষার্থীদের হাতে নতুন বই

" শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ" এ স্লোগান নিয়ে  সারা দেশের ন্যায়  আড়ম্বরপূর্ণভাবে টাঙ্গাইলের ভূঞাপুরে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। একযোগে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণের মধ্য দিয়ে পাঠ্যপুস্তক দিবস-২০২৩ উদযাপন হয় । 


রোববার (১ জানুয়ারী) সকালে উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক উৎসবের কার্যক্রম শুরু করেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) এর সংসদ সদস্য ছোট মনির।


এসময় গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলাল হোসেন, এমপির সহধর্মিণী ঐশী খান, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা এমজি মাহমুদ ইজদানী, উপজেলা আ.লীগের সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, যুগ্ম সম্পাদক মোঃ মিনহাজ উদ্দিন, অত্র বিদ্যালযের প্রধান শিক্ষক খন্দকার মোহাম্মদ আলী, বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার প্রধানগণ সহ উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।