নওগাঁর ধামইরহাটে “যুক্তিই হউক মুক্তির পথ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিতর্ক প্রতিযোগিতার কোয়ার্টার ও সেমিফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে সামাজিক সংগঠন ‘চিড়িপাড়ের যুব সমাজ’র আয়োজনে ও ধামইরহাট সুধী সমাজের সহযোগিতায় কোয়ার্টার ও সেমিফাইনাল বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল ।
পরে বিতর্ক প্রতিযোগিতায় সংগঠনের সভাপতি আবাবিল হোসেনের সভাপতিত্বে ও ধারাবাহিকভাবে উপজেলার ৮টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কোয়ার্টার ফাইনাল ও সেমিনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাধারন সম্পাদক মাবুদ হোসেন বলেন, সুশীল সমাজ গঠনে বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টির বিকল্প নেই।
এ সময় উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ বরেন্দ্র অঞ্চলের ইতিহাসবিদ অধ্যাপক মো. শহীদুল ইসলাম, ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান, লক্ষণপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাদেকুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র(২) মো. মেহেদী হাসান, পৌরসভার কাউন্সিলর মো. আমজাদ হোসেন প্রমুখ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত বিতার্কিক, মডারেটর ও বিচারকবৃন্দ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।