হাতীবান্ধায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
মাসুদ বাবু,নিজস্ব প্রতিনিধি হাতিবান্ধা (লালমনিরহাট)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৯ই নভেম্বর ২০২৩ ০৭:৩২ অপরাহ্ন
হাতীবান্ধায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

লালমনিরহাটের হাতীবান্ধায় আইডিয়াল ক্যাডেট স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 


বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে ওই উপজেলার আইডিয়াল ক্যাডেট স্কুলে ওই সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।


আইডিয়াল ক্যাডেট স্কুলের অধ্যক্ষ আলহাজ্ব ঈসা খানের সভাপতিত্বে ও প্রতিষ্ঠান পরিচালক  গোলজার আলম খানের সঞ্চালনায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা আআওয়ামীলীগের সাধারণ সম্পাদক রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী মাহমুদুল হাসান সোহাগ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহা আলম।


কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে আরও উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন তাজু, ভবানীপুর ছেফাতিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, সিন্দুর্ণা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, সাবেক প্রধান শিক্ষক আব্দুর রশিদ, মতিয়ন নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম খান, লোকমান হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান বাবলু প্রমুখ। 


উল্লেখ্য ২০২৩ সালে আইডিয়াল ক্যাডেট স্কুল থেকে এসএসসিতে ১০ জন ও প্রাথমিক পর্যায়ে ৪৭ জন বৃত্তি পেয়েছে।