বান্দরবানে সপ্তমবারের মতো বিজয়ী বীর বাহাদুর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার ৭ই জানুয়ারী ২০২৪ ১০:২৩ অপরাহ্ন
বান্দরবানে সপ্তমবারের মতো বিজয়ী বীর বাহাদুর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবানে বেসরকারিভাবে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং। তিনি ১ লাখ ৭২ হাজার ২৪০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের প্রার্থী শহীদুল ইসলাম পেয়েছেন ১০ হাজার ৪৩ ভোট। 


রবিবার রিটার্নিং কর্মকর্তা ও বান্দরবান জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন তার কার্যালয়ে এ ফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ৬১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন তিনি। 


এ নিয়ে সপ্তমবারের মতো বিজয়ী হলেন বীর বাহাদুর উশৈসিং। সংসদীয় ৩০০ নম্বর এ আসনে মোট ভোটার ২ লাখ ৮৮ হাজার ৩০ জন। আসনটির ১৮২টি ভোটকেন্দ্রের ৭২৭টি ভোটকক্ষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।