বিয়ে করছেন শ্রদ্ধা কাপুর!

নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক
প্রকাশিত: সোমবার ৩০শে আগস্ট ২০২১ ০৮:৫৮ অপরাহ্ন
বিয়ে করছেন শ্রদ্ধা কাপুর!

জনপ্রিয় বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর অনেক দিন থেকেই প্রেম ও বিয়ের গুঞ্জনে সংবাদের শিরোনাম হচ্ছেন। ফটোগ্রাফার রোহান শ্রেষ্ঠার সংগে শ্রদ্ধা প্রেম করছেন- বলিপাড়ায় এই কানাঘুষা বেশ কয়েক বছর ধরেই উড়ছে। আবারও নতুন করে এই জুটির বিয়ের গুঞ্জন শুরু হয়েছে।


সম্প্রতি শ্রদ্ধা ও রোহান-এর বিয়ের গুঞ্জন উসকে দিয়েছেন এই অভিনেত্রীর কাজিন প্রিয়াঙ্কা শর্মা। এক সাক্ষাৎকারে শ্রদ্ধার বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার কোনো বক্তব্য নেই। আমি কী বলবো? কিন্তু যদি বলেন এটির অপেক্ষায় রয়েছি কি না তাহলে বলবো, হ্যাঁ। বিয়ে খুবই ভালো বিষয়। অনেক আনন্দ হবে। কেনো চাইবো না! এরপর থেকেই মূলত শ্রদ্ধার বিয়ের বিষয়টি আলোচনায় আসে। তবে এই অভিনেত্রীর মাসি পদ্মিনী কোলাপুরি বলেন, 'যদি এমন কিছু হয় আপনারা অবশ্যই খবর পাবেন।'


রোহন-এর সংগে বিয়ের ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেননি নায়িকা। তবে শ্রদ্ধার জন্মদিন উদযাপন করতে দু'জনে পাড়ি দেন মালদ্বীপে। সেখান থেকে শুধু নিজের ছবিই পোস্ট করেছিলেন শ্রদ্ধা। এছাড়া ঘনিষ্ঠ বন্ধুমহলে দু'জনকে একত্রে দেখা গেলেও তাদেরকে এর বাইরে প্রকাশ্যে খুব একটা দেখা যায়নি।


কয়েকদিন আগে শ্রদ্ধা, রোহন-এর ফোনালাপের ছবি প্রকাশ্যে আসে। এতে দু'জনের সম্পর্কের গভীরতা স্পষ্ট হয়। এদিকে শ্রদ্ধা ও রোহন-এর সম্পর্ক নিয়ে দুই পরিবারেরও কোনো আপত্তি নেই বলে জানা গেছে। রোহন-এর বাবাও জানিয়েছেন, ছেলে যদি শ্রদ্ধাকে বিয়ে করার কথা বলে, তিনিও খুশী মনে গ্রহণ করবেন।


শ্রদ্ধার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা 'বাঘি-থ্রি'। লাভ রঞ্জন-এর একটি সিনেমায় অভিনয় করছেন তিনি। এতে তাঁর বিপরীতে অভিনয় করছেন রণবীর কাপুর।