প্রথম প্রেমে ব্যর্থ কুমার শানু !

নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক
প্রকাশিত: বুধবার ২রা মার্চ ২০২২ ০৮:২৮ অপরাহ্ন
প্রথম প্রেমে ব্যর্থ কুমার শানু !

বিখ্যাত গায়ক কুমার শানু। অসংখ্য গানে কণ্ঠ দিয়েছেন এই গুণী শিল্পী। গেয়েছেন অনেক ভালোবাসার গান। অথচ তিনিই নাকি জীবনে প্রথম প্রেমে ব্যর্থ হয়েছিলেন।


তিনি যাকে পছন্দ করতেন, সেই মেয়ে নাকি তাকে ফিরিয়ে দিয়েছিল। মুখের ওপর কুমার শানুকে বলে দিয়েছিল–‘আমি তো তোমায় ভালোবাসি না! তা ছাড়া, তুমি কে? কী কর? আমায় খাওয়াবে কী?’


ভারতীয় এক টিভি রিয়েলেটি শো-র আসরে কথার প্রসঙ্গে তিনি তার প্রথম প্রেমে ব্যর্থ হওয়ার কথা বলেন। সেই সঙ্গে তিনি বলেন, আজও তিনি ভোলেননি সেই প্রত্যাখ্যান।


এক মেয়েকে ভালোলাগা থেকে ভালোবেসে ফেলেন গায়ক। বুকের ভেতরে সেই ক্ষত আজও টাটকা! সেই ভালোলাগার মানুষকে উদ্দেশ করে অনুষ্ঠানে কুমার শানু বলেন, ‘তুমি সেদিন এভাবে আমায় বলে খুব ভালো করেছ। তাই আজ আমি কুমার শানু। তোমায় অনেক ধন্যবাদ।’