নেতাজির রূপে প্রসেনজিৎ (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক
প্রকাশিত: সোমবার ৯ই সেপ্টেম্বর ২০১৯ ০৬:১৬ অপরাহ্ন
নেতাজির রূপে প্রসেনজিৎ (ভিডিও)

গাজিয়াবাদের রসহ্যময় সাধু গুমনামি বাবা আসলে নেতাজি সুভাষচন্দ্র বসু...এই ‘গুজব’-এ একসময় তোলপাড় হয়েছিল আসমুদ্র হিমাচল। SVF প্রযোজিত সৃজিতের আগামী ছবি ' গুমনামি- দ্য গ্রেটেস্ট স্টোরি নেভার টোল্ড'- এর কেন্দ্রবিন্দুও সেই রহস্যময় গুমনামি বাবা। তাইহোকু প্লেন ক্র্যাশে নেতাজিত মৃত্যু হয়েছে...এমন তথ্যই মেলে সরকারি নথিতে। কিন্তু নেতাজির মৃত্যু ঘিরে রয়েছে নানা রহস্য, জল্পনা, কল্পনা! নেতাজি কি বেঁচে আছেন ? বিমান দুর্ঘটনার পরে কী হয়েছিল? গুমনামি বাবা বা ভগবানজি আসলে কে? এই রকম নানা প্রশ্নই উঠে এসেছে ছবির পরতে পরতে।

'অটোগ্রাফ', 'বাইশে শ্রাবণ', 'জাতিস্বর', 'কাকাবাবু' সিরিজের পর ফের একসঙ্গে সৃজিত প্রসেনজিৎ জুটি! ছবিতে গুমনামি বাবার চরিত্রে দেখা মিলবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। নেতাজি না কি গুমনামী বাবা, আসল চ্যালেঞ্জ কোনটা ছিল? প্রসেনজিত জানান, আসল চ্যালেঞ্জ নেতাজির চরিত্রটিই।