ময়নাতদন্তে আত্মহত্যার প্রমাণ মিলেছে সুশান্ত’র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ১৫ই জুন ২০২০ ১২:৩২ অপরাহ্ন
ময়নাতদন্তে আত্মহত্যার প্রমাণ মিলেছে সুশান্ত’র

বাড়ি থেকে বলিউডের নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় মুখ সুশান্ত সিং রাজপুতের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৪ জুন) মুম্বাইয়ের বাড়ি থেকেই উদ্ধার হয় তার ঝুলন্ত লাশ। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছিল, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।রাতেই সুশান্তের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেও আত্মহত্যার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

সংবাদমাধ্যমটি আরও জানায়, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট দেখে পুলিশ জানিয়েছে, আত্মহত্যাই করেছেন সুশান্ত। তার শরীর মাদক কিংবা বিষ পাওয়া যায়নি। ছিল না অন্য কোনও আঘাতের চিহ্ন। তাছাড়া তার ঘরে অস্বাভাবিক কোনও আলামতও দেখা যায়নি। তবুও বিষয়টি আরও গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।

এদিকে ঘটনা তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ৷ সুশান্তের সঙ্গে থাকতেন তিনজন, একজন ক্রিয়েটিভ ম্যানেজার, ম্যানেজার ও বাড়ির বাবুর্চি৷ এই তিনজনের বয়ান নিয়েছে পুলিশ৷ এছাড়া যে চিকিৎসকের কাছে সুশান্ত চিকিৎসা নিচ্ছিলেন তাকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ৷