শোভনালী ইউনিয়নের সড়ক নির্মাণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি উপজেলা প্রতিনিধি, সাতক্ষিরা
প্রকাশিত: শনিবার ২২শে মার্চ ২০২৫ ১০:০১ অপরাহ্ন
শোভনালী ইউনিয়নের সড়ক নির্মাণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের শালখালী থেকে বসুখালী সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে অবহেলায় পড়া এই সড়কটি সংস্কারের জন্য প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু কাজের বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। সড়কটি নির্মাণের জন্য বরাদ্দ করা অর্থ সঠিকভাবে কাজে লাগছে না এবং ঠিকাদার কর্তৃক বিভিন্ন নিয়ম ভেঙে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।


স্থানীয়রা জানান, সড়ক নির্মাণের জন্য সিডিউলে ৫ ইঞ্চি বালি ব্যবহার করার কথা ছিল, কিন্তু ঠিকাদার স্থানীয় লবণাক্ত পানির খাল থেকে মাটিবালি এনে সড়কের বেডে ব্যবহার করেছেন। তাছাড়া, সড়ক নির্মাণের জন্য সিডিউলে যেসব ইট ব্যবহার করার কথা ছিল, তা পুরোদমে মানসম্মত না হওয়ায় কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। সড়ক নির্মাণে ব্যবহৃত ইটগুলোর মধ্যে অধিকাংশই ২ নং এবং কিছু ইট দেড় নম্বর মানের বলে এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন। এ ছাড়াও, সিডিউলে নির্দেশিত লং ভেকু ব্যবহার না করে শর্ট ভেকু দ্বারা কাজ করা হয়েছে। রাস্তার পাশের মাটি কাটা হয়নি, যা ভবিষ্যতে সড়ক ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি করেছে।


এলাকাবাসী ও সচেতন নাগরিকরা এ বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এবং অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। গাইড ওয়াল, প্যানাসাইনসহ অন্যান্য কাজগুলোর সঠিক বাস্তবায়ন না হওয়ায় বর্ষা মৌসুমে রাস্তা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। যদিও কাজের দায়িত্বে থাকা ঠিকাদার দাবি করেছেন যে, কোন অনিয়ম করা হচ্ছে না এবং সব কিছু নিয়ম মাফিক হচ্ছে, তবে বাস্তবতা ভিন্ন। এই অনিয়মের কারণে এলাকার মানুষ উদ্বিগ্ন এবং তারা একাধিকবার স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানালেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।


সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিক জানিয়েছেন, তিনি নিয়মিত কাজের কার্যক্রম পর্যালোচনা করছেন এবং কাজের মধ্যে কোনো অনিয়ম পেলে তা বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে, উপজেলায় দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি, যেহেতু তার ফোন কল রিসিভ করা হয়নি। এই কারণে স্থানীয় জনগণ কাজের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করছে।