এসি স্টেডিয়ামে জমবে এবার কাতার বিশ্বকাপ

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ৫ই এপ্রিল ২০২২ ০৪:৫০ অপরাহ্ন
এসি স্টেডিয়ামে জমবে এবার কাতার বিশ্বকাপ

কাতার বিশ্বকাপ ফুটবলের  ইতিহাসে প্রথমবার ফুটবল খেলা হবে শীতে! কারণ বিশ্বকাপের ভ্যেনু মধ্যপ্রাচ্যের আগুনে গরম দেশে৷ কাতারে জুন ও জুলাইতে গড় তাপমাত্রা থাকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷ তাই ফুটবল মহাযজ্ঞের আসর বসবে নভেম্বর -ডিসেম্বরে৷


শীতকালে কাতার ফুটবল বিশ্বকাপ আয়োজন হলেও তখনও তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকবে৷ তাই কাতার নিজেদের ফুটবল স্টেডিয়ামগুলো (AC Stadium) ঠাণ্ডা করার ব্যবস্থা রয়েছে৷ যা প্লেয়ারদের এবং দর্শকদের স্বস্তি দেবে৷


তারা নিজেদের আটটি স্টেডিয়ামে (Stadium) এয়ার কন্ডিশানিংয়ের (AC Stadium) ব্যবস্থা করেছে৷ ঠাণ্ডা বাতাস প্রবেশ করানো হবে স্ট্যান্ড দিয়ে পাশাপাশি নজেল দিয়ে ঠাণ্ডা করা হবে পিচ৷


 কুলিং টেকনোলজি হবে সৌরশক্তি ব্যবহার করে৷ যা কাতার বিশ্ববিদ্যালয়ের সাহায্যে তৈরি হচ্ছে৷ ডক্টর সৌদ আব্দুলআজিজ ঘানি কাতারের কলেজ অফ ইঞ্জিনিয়ারিং যাঁর ডাকনাম ডক্টর কুল তিনি এই পুরো বিষয়টায় নেতৃত্ব দিয়েছেন৷