রোনাল্ড কোম্যান বার্সেলোনার নতুন কোচ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ১৮ই আগস্ট ২০২০ ১০:০২ পূর্বাহ্ন
রোনাল্ড কোম্যান বার্সেলোনার নতুন কোচ

বায়ার্ন মিউনিখের বিপক্ষে লজ্জাজনক হারের পর কিকে সেতিয়েনকে বরখাস্ত করেছে বার্সেলোনা ক্লাব। এবার কিংবদন্তি জোহান ক্রুয়েফের প্রিয় শিষ্য রোনাল্ড কোম্যানের হাত ধরেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন বার্সেলোনা শিবিরে। একই সঙ্গে তারা আশাবাদী লিওনেল মেসির ক্যাম্প ন্যু-তে থাকা নিয়ে।

বায়ার্ন মিউনিখের বিপক্ষে লজ্জাজনক হারের পর কিকে সেতিয়েনকে বরখাস্ত করেছে বার্সেলোনা ক্লাব। এবার কিংবদন্তি জোহান ক্রুয়েফের প্রিয় শিষ্য রোনাল্ড কোম্যানের হাত ধরেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন বার্সেলোনা শিবিরে। একই সঙ্গে তারা আশাবাদী লিওনেল মেসির ক্যাম্প ন্যু-তে থাকা নিয়ে।

৫৭ বছর বয়সী এই কোচকে গত জানুয়ারিতেই বার্সেলোনার দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু অসুস্থতার কারণে তিনি অপারগতা প্রকাশ করেন। এবার প্রস্তাব পাওয়ার পরপরই লুফে নিয়েছেন সাবেক বার্সেলোনার ডিফেন্ডার।জোহান ক্রুইফের স্বপ্নের দলের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন কোম্যান। বার্সেলোনার হয়ে ছয় বছরে ২৫৪ ম্যাচ খেলেছেন তিনি। ১৯৯২ সালে বার্সেলোনার হয়ে ইউসিএল ফাইনালে একমাত্র গোলটি করেছিলেন কোম্যান। ডিফেন্ডার হয়েও ক্লাবের জার্সিতে রয়েছে তার ৮৩ গোল।

বার্সেলোনার হয়ে ইউরোপীয়ান শ্রেষ্ঠত্বের পুরস্কারের পাশাপাশি টানা চার আসরে লা লিগা শিরোপা জিতেছেন। বার্সেলোনা বাদেও আয়াক্স, ফেইনর্ড, পিএসভি আইন্ডহোভেন এবং এফসি গ্রোনিগেনের হয়ে খেলেছেন। বার্সেলোনা বাদে আয়াক্সের হয়ে জিতেছেন ইউসিএল।

১৯৯৭ সালে নেদারল্যান্ডসের সহকারী কোচ হিসেবে প্রথম নিয়োগ পান কোম্যান। তার কোচিং ক্যারিয়ার শুরু হয়েছিল সেখানেই। এক বছর পর বার্সেলোনার সহকারী কোচ হিসেবে যুক্ত হন। এরপর আয়াক্স, সাউদাম্পটন, এভারটনের দায়িত্ব গ্রহণ করেন তিনি। বর্তমানে নেদারল্যান্ডস জাতীয় দলের দায়িত্বে আছেন। সেখান থেকেই যোগ দেবেন নতুন ঠিকানা বার্সেলোনায়।

এদিকে ক্যাম্প ন্যু-তে সোমবারের জরুরি বৈঠকে বসার আগে বার্সা কর্তারা জানিয়ে দিয়েছেন, মেসি যে ক্লাব ছাড়তে চান, এ রকম কোনও খবর তাদের কাছে নেই। যদিও স্পেনের সংবাদ মাধ্যমের দাবি, বার্সায় একেবারেই খুশি নন মেসি। অবিলম্বে ক্লাব ছাড়তে চান তিনি। এর আগে শোনা গিয়েছিল, ইন্টার মিলান মরিয়া বার্সা তারকাকে নিতে।

এ বার ব্রিটিশ মিডিয়ার দাবি, মেসিকে কেনার প্রস্তুতি শুরু করে দিয়েছে ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে লিয়ঁ-র কাছে হারের পরে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মেসি-পেপ গুয়ার্দিওলা যুগলবন্দিকেই তুরুপের তাস করতে চাইছেন ইপিএল ক্লাবের কর্তারা।

৫৭ বছর বয়সী এই কোচকে গত জানুয়ারিতেই বার্সেলোনার দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু অসুস্থতার কারণে তিনি অপারগতা প্রকাশ করেন। এবার প্রস্তাব পাওয়ার পরপরই লুফে নিয়েছেন সাবেক বার্সেলোনার ডিফেন্ডার।জোহান ক্রুইফের স্বপ্নের দলের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন কোম্যান। বার্সেলোনার হয়ে ছয় বছরে ২৫৪ ম্যাচ খেলেছেন তিনি। ১৯৯২ সালে বার্সেলোনার হয়ে ইউসিএল ফাইনালে একমাত্র গোলটি করেছিলেন কোম্যান। ডিফেন্ডার হয়েও ক্লাবের জার্সিতে রয়েছে তার ৮৩ গোল।

বার্সেলোনার হয়ে ইউরোপীয়ান শ্রেষ্ঠত্বের পুরস্কারের পাশাপাশি টানা চার আসরে লা লিগা শিরোপা জিতেছেন। বার্সেলোনা বাদেও আয়াক্স, ফেইনর্ড, পিএসভি আইন্ডহোভেন এবং এফসি গ্রোনিগেনের হয়ে খেলেছেন। বার্সেলোনা বাদে আয়াক্সের হয়ে জিতেছেন ইউসিএল।

১৯৯৭ সালে নেদারল্যান্ডসের সহকারী কোচ হিসেবে প্রথম নিয়োগ পান কোম্যান। তার কোচিং ক্যারিয়ার শুরু হয়েছিল সেখানেই। এক বছর পর বার্সেলোনার সহকারী কোচ হিসেবে যুক্ত হন। এরপর আয়াক্স, সাউদাম্পটন, এভারটনের দায়িত্ব গ্রহণ করেন তিনি। বর্তমানে নেদারল্যান্ডস জাতীয় দলের দায়িত্বে আছেন। সেখান থেকেই যোগ দেবেন নতুন ঠিকানা বার্সেলোনায়।

এদিকে ক্যাম্প ন্যু-তে সোমবারের জরুরি বৈঠকে বসার আগে বার্সা কর্তারা জানিয়ে দিয়েছেন, মেসি যে ক্লাব ছাড়তে চান, এ রকম কোনও খবর তাদের কাছে নেই। যদিও স্পেনের সংবাদ মাধ্যমের দাবি, বার্সায় একেবারেই খুশি নন মেসি। অবিলম্বে ক্লাব ছাড়তে চান তিনি। এর আগে শোনা গিয়েছিল, ইন্টার মিলান মরিয়া বার্সা তারকাকে নিতে।

এ বার ব্রিটিশ মিডিয়ার দাবি, মেসিকে কেনার প্রস্তুতি শুরু করে দিয়েছে ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে লিয়ঁ-র কাছে হারের পরে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মেসি-পেপ গুয়ার্দিওলা যুগলবন্দিকেই তুরুপের তাস করতে চাইছেন ইপিএল ক্লাবের কর্তারা।