হিজলায় মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
তালুকদার মামুন, নিজস্ব প্রতিনিধি হিজলা (বরিশাল)
প্রকাশিত: বুধবার ২৫শে অক্টোবর ২০২৩ ০৭:১৪ অপরাহ্ন
হিজলায় মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন

বরিশালের হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ এর দুর্নীতি, মা ইলিশ সংরক্ষণ অভিযানের নামে প্রহসন এবং সাংবাদিকদের নামে হিজলা থানায় সাধারণ ডায়েরি( জিডি ) করার প্রতিবাদে হিজলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন।


হিজলা উপজেলা পরিষদের সামনে ২৫ অক্টোবর বুধবার সকাল ১১ টায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ এর দুর্নীতির কথা পত্রিকায় প্রকাশের কারণে সে ক্ষুব্ধ হয়ে ২২ অক্টোবর রবিবার দুপুরে হিজলা প্রেসক্লাবে তার সন্ত্রাসী বাহিনী প্রবেশ করিয়ে উপস্থিত সাংবাদিকদের ক্যামেরা ভাংচুর করান। উক্ত ঘটনার কিছুক্ষণ পূর্বে নৌপুলিশের এসপি কফিল উদ্দিনের একটি বক্তব্য রেকর্ড করেছিল সাংবাদিকবৃন্দ।


ঘটনার কয়েক মিনিটের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ এর কার্যালয়ে অপরাধকারী তার দোষ স্বীকার করে। এরপর সাংবাদিকবৃন্দ নির্বাহী অফিসার এর কার্যালয় ত্যাগ করেন। ঐদিন রাতেই হিজলা থানার মাধ্যমে সাংবাদিকবৃন্দ জানতে পারেন যে, সরকারি কাজে বাধা প্রদান উল্লেখ করে সাংবাদিকদের বিরুদ্ধে জিডি করেছে মৎস্য কর্মকর্তা। এ কলঙ্কজনক খবর জানার পরে প্রতিবাদে গর্জে ওঠে সাংবাদিক মহল। এই দুর্নীতিগ্রস্ত মৎস্য কর্মকর্তার দ্রুত অপসারণের জোর দাবি জানানো হয় উর্ধ্বতনের কাছে। এই কর্মকর্তা হিজলা ত্যাগ না করলে তার বিরুদ্ধে আরো কঠিন আন্দোলন যাবে সাংবাদিকবৃন্দ। 


এসময় বক্তব্য প্রদান করেন, মাই টিভির মোঃ দেলোয়ার হোসেন, দৈনিক যায়যায় দিন পত্রিকার সুমনুর রহমান সোহাগ, বিজয় নিউজের মোঃ সাইফুল ইসলাম, মোহনা টিভির নুরনবী, ভোরের আলো পত্রিকার মোস্তফা কামাল সাদ্দাম, মানবজমিন পত্রিকার কাজী মহসিন প্রমুখ।