বরিশাল জেলার তিন লাখ ৬ হাজার ৪শ ৩৬ শিশুকে খাওয়ানো হয়েছে ভিটামিন এ প্লাস ক্যাপসুল। শনিবার সকাল ৯টায় নগরীর জেনারেল হাসপাতালে শিশুদের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাইয়ে কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন।
এ কর্মসূচীর আওতায় ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৭৩ হাজার ৬শ ৩৬ শিশু ও ৬ থেকে ১১ মাস বয়সী ৩২ হাজার ৮শ শিশু রয়েছে।
জানা গেছে, চলতি মাসের ১৯ তারিখ পর্যন্ত টিকাদান কর্মসূচি চলবে। জেলার দুই হাজার ৫০টি টিকাদান কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ক্যাপসুল খাওয়ানো হবে।
এছাড়া বরিশাল জেলার নদীতীরবর্তী উপজেলা মেহেন্দিগঞ্জ, হিজলা ও মুলাদীর ২১ ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে শিশুদের টিকা খাওয়াবে। বাকি ৭ উপজেলার টিকাদান কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।