বরিশালে টিকা নিয়েও করোনায় আক্রান্ত স্বাস্থ্য কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার ২৬শে জুন ২০২১ ০৮:২১ অপরাহ্ন
বরিশালে টিকা নিয়েও করোনায় আক্রান্ত স্বাস্থ্য কর্মকর্তা

বরিশালে করোনা ভাইরাসের টিকা নিয়েও একজন স্বাস্থ্য কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। জেলার উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ শওকত আলী রাজিব ২২ জুন সন্ধ্যায় জানতে পারেন তারা করোনা পজিটিভ হয়েছে। 





শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসের উপসর্গ থাকার সন্দেহে ডাঃ শওকত আলী রাজিব গত ২০ জুন করোনা পরীক্ষার জন্য স্যাম্পল দিয়েছেন। ২২ জুন সন্ধ্যায় তার রিপোর্ট আসে করোনা পজেটিভ। 





সূত্রে আরও জানা গেছে, ডাঃ শওকত আলী রাজিব করোনা প্রতিরোধের দ্বিতীয় ডোজ সম্পূর্ণ করার প্রায় তিন মাস পর করোনায় আক্রান্ত হলেন। বর্তমানে তিনি (শওকত আলী) নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।




 তবে পরিবারের অন্যকোন সদস্য করোনায় আক্রান্ত হননি বলে জানিয়েছেন তার স্ত্রী ডাঃ নাদিয়া পারভীন।