মিরপুরে আরও ৪০ টি ভবন লকডাউন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ২২শে মার্চ ২০২০ ১০:১৭ পূর্বাহ্ন
মিরপুরে আরও ৪০ টি ভবন লকডাউন

দুপুরে একটি আর সন্ধ্যা পাড় হতেই মিরপুর -১ এর আরও ৪০টি ভবন লকডাউন করা হয়েছে ।শনিবার (২১ মার্চ)  রাজধানীর মিরপুর -১ এর  উত্তর টোলারবাগের এলাকার একটি ভবন লকডাউন করেছিল স্থানীয়রা।ওই ভবনের একজন করোনা আক্রান্ত রোগী মারা  যায়। ফলে দুপুরে সেই ভবনটি লকডাউন করা হয়েছিল।এই দিকে এদিন সন্ধার পর ওই এলাকার স্থানীয়দের মাঝে নানান শঙ্কা দেখা দেয়।ফলে পুলিশের সহায়তায় টোলারবাগ এলাকার আরও ৪০টি ভবন লকডাউন করেছে স্থানীয়রা।