টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় গত ২৪ ঘণ্টায় বিদেশফেরত ১৭৭ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এ নিয়ে জেলায় শুক্রবার মোট হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের সংখ্যা দাঁড়ালো ৮৩৬ জনে। এ ছাড়া নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় ৬৩৫ জন হোম কোয়ারেন্টাইন থেকে বের হয়েছেন। জেলার স্বাস্থ্য বিভাগ ও উপজেলা স্বাস্থ্য বিভাগ হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের পর্যবেক্ষণ করছেন। এদের মধ্যে সবচেয়ে বেশি হোম কোয়ারেন্টিন রয়েছেস সিঙ্গাপুর, দুবাই, সৌদি আরব এবং ইতালিফেরত প্রবাসীরা।
এ ব্যাপারে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বলেন, জেলায় মোট ১৪শ ৭১ জন বিদেশফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছিল। এর মধ্যে নির্দিষ্ট সময় পার হওয়ায় ৬৩৫ জন হোম কোয়ারেন্টাইন থেকে স্বাভাবিক পরিবেশে ফিরে গেছেন। হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা বিদেশফেরত।
ইনিউজ ৭১/ জি.হা
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।