নরসিংদীতে ৮ জন করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ১৪ই এপ্রিল ২০২০ ০৬:১০ অপরাহ্ন
নরসিংদীতে ৮ জন করোনা রোগী শনাক্ত

নরসিংদী জেলায় নতুন করে আরো ৮জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হওয়ার সংবাদ পাওয়া গেছে। নতুন ৮জন সহ নরসিংদী জেলায় সর্বশেষ তথ্য অনুযায়ী সর্বমোট আক্রান্তের সংখ্যা ২৯ জন।মঙ্গলবার (১৪এপ্রিল) দুপুরে নরসিংদী জেলা করোনা প্রতিরোধ ইমারজেন্সী সেল প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস ও জেলা সিভিল সার্জন ডাঃ ইব্রাহীম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্তদের মাঝে নরসিংদী সদর উপজেলায় ১ জন, রায়পুরা ২ জন,মনোহরদী ২ জন, পলাশে ১ জন ও বেলাব উপজেলয় ২ জনসহ মোট ৮ জন আক্রান্ত। নরসিংদী জেলায় এ পর্যন্ত ডাক্তার ও সংবাদকর্মীসহ ২৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সোমবার আরো ৪৭ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে আজ দুপুরে তাদের মধ্যে নতুন করে ৮ জনের রিপোর্ট পজেটিভ আসে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, নরসিংদী সদর উপজেলায় মোট ১৬ জন (১ জন সুস্থসহ),রায়পুরায় ৫ জন, শিবপুর ১ জন, পলাশ উপজেলায় ২ জন,মনোহরদীতে ৩ জন ও বেলাব উপজেলায় ২ জন আক্রান্ত হয়েছে। নরসিংদী জেলায় এ পর্যন্ত ১৮০ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হলে এ পর্যন্ত ২৯ জনের রিপোর্ট পজেটিভ আসে।আক্রান্তদের নরসিংদী জেলা হাসপাতালে স্থাপিত আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব