বৃহস্পতিবার থেকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তাসহ স্বাস্থ্যকর্মীদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জরুরি সেবা অব্যাহত থাকবে।
বুধবার সন্ধ্যার পর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ড. সুব্রত কুমার রায় স্বাক্ষরিত এক অফিস আদেশে জানা গেছে হাসপাতালের সাধারণ কার্যক্রম সাময়িক বন্ধ রাখার তথ্য।
হাসপাতালের কার্যক্রম সাময়িক বন্ধ থাকলেও তবে জরুরি বিভাগ, ফিভার কর্ণার, করোনা আইসোলেশন ও ডায়ালাইসিস সেবা চালু থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানানো হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।