বোরহানউদ্দিনে করোনা শনাক্ত রোগী ঢাকায়!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ৩০শে মে ২০২০ ০৫:৪৮ অপরাহ্ন
বোরহানউদ্দিনে করোনা শনাক্ত রোগী ঢাকায়!

ভোলার বোরহানউদ্দিনে করোনাভাইরাসে(কোভিড-১৯)আক্রান্ত সন্দেহে পাঠনো নমুনায় ৩৪ বছর বয়সী এক ব্যাক্তির   করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পপনা কর্মকর্তা ডা. তপতী চৌধুরী ওই তথ্য নিশ্চিত করেন। তবে করোনা নমুনা দেয়ার পর ওই ব্যক্তি ঢাকায় তাঁর কর্মস্থলে যোগদান করছেন। 

জানা যায়, আক্রান্ত ব্যাক্তি গত রবিবার(২৪ মে) উপসর্গ থাকায় বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষার জন্য নমুনা দেন। আজ শনিবার শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁর ফলাফল পজেটিভ আসে। কিন্তু ঈদের পরদিন সে ঢাকায় চলে যায়। সে ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে চাকুরী করে। সে উপজেলার টবগী ইউনিয়নের তিন নাম্বার ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. বশির গাজী জানান, ওই এলাকায় লকডাউনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। এ নিয়ে বর্তমানে বোরহানউদ্দিনে করোনায় আক্রান্ত রোগী ৩ জন।  এর আগে গত ২৩ এপ্রিল বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ বছরের এক কণ্যা শিশু প্রথম করোনায় আক্রান্ত হয়। বাড়িতে আইসোলেসনে থাকার পর গত ৭ মে ওই শিশুকে সুস্থ ঘোষণা করা হয়। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব