ময়মনসিংহ মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে জামালপুরের গত ২৪ ঘণ্টায় ২৬১ টি নমুনা পরীক্ষায় ১৬ জন ও জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৯ টি নমুনা পরীক্ষায় ১জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে এক চিকিৎসক ও সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক,র্যাব সদস্য, নার্সসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ রয়েছেন। শনিবার (২৭ জুন) সকালে জামালপুর সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নতুন আক্রান্তদের মধ্যে সরিষাবাড়ী, মেলান্দহ, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় একজন করে, মাদারগঞ্জে দুজন এবং জামালপুর সদর উপজেলায় রয়েছেন ১১ জন। তাদের মধ্যে ১১ জন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন।এ নিয়ে জেলায় মোট শনাক্ত ৫৪২ জন। এর মধ্যে সরিষাবাড়ীতে ৪৫ জন, মেলান্দহে ৭৬জন,
মাদারগঞ্জে ৪০জন, বকশীগঞ্জে ৪৮জন, দেওয়ানগঞ্জে ৩৪জন, ইসলামপুর ১০১জন এবং জামালপুর সদরে ১৯৮ জন।এদের মধ্যে সুস্থ হয়েছেন ২২৬ জন। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় দেওয়ানগঞ্জে ১জন, মেলান্দহে ২জন, সরিষাবাড়ীতে ১জন ও মাদারগঞ্জে ১ জন মারা গেছেন এবং ইসলামপুরে ২ জন, মেলান্দহ ১ জনের মৃত্যুর পর নমুনা সংগ্রহ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।