ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ছিটকে পড়লেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। আঙ্গুল ভেঙে যাওয়ায় রাজস্থান রয়্যালসের হয়ে চলতি আসরে আর মাঠে নামা হবে না ইংলিশ এই তারকার। বিষয়টি নিশ্চিত করেছে রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ।
আইপিএলে পাঞ্জাব কিংসের বিপক্ষে রাজস্থান রয়্যালসের প্রথম ম্যাচে ইনজুরিতে পড়েন বেন স্টোকস। পাঞ্জাবের হার্ডহিটার ব্যাটসম্যান ক্রিস গেইলের বাউন্ডারি ক্যাচ ধরতে গিয়ে বল আঙ্গুলে লাগে তার।
এরপর সেই ম্যাচে মাত্র ১ ওভারই বল করতে পারেন স্টোকস। ব্যাটিংয়ে নেমেও রান না করেই আউট হয়ে যান এই ইংলিশ অলরাউন্ডার। ইনজুরি গুরুতর হওয়ায় আর আইপিএল খেলতে পারবেন না তিনি।
রাজস্থান রয়্যালস জানিয়েছে, স্টোকস আপাতত ক্লাবের সঙ্গেই থাকতে চেয়েছেন। মাঠে উপস্থিত থেকে ক্লাবকে সমর্থন দিয়ে যেতে চান তিনি।
অন্যদিকে, স্টোকসের বিকল্প খেলোয়াড়ের কথা ভাবছে রাজস্থান রয়্যালস।
#ইনিউজ৭১/জিয়া/২০২১
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।