রানের খাতা খোলার আগেই ফিরলেন রিয়াদ-সোহান

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার ৭ই আগস্ট ২০২১ ০৭:০৯ অপরাহ্ন
রানের খাতা খোলার আগেই ফিরলেন রিয়াদ-সোহান

সাকিব আল হাসানের ফেরার পরের ওভারেই মিচেল সোয়েপশনের বলে এলবিডব্লু হয়ে সাজঘরে ফিরেছেন রানের খাতা খোলার আগেই। গত ম্যাচে রিয়াদের ৫১ রানের ইনিংসে ভর করেই অজিদের হারায় টাইগাররা।


রিয়াদের বিদায়ের পরের বলেই সোহানকে শূন্য রানে ফিরিয়েছেন সোয়েপশন। ১১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৫১ রান।


সাকিব ফিরলেন সাজঘরে: পাওয়ার প্লেতে এসেছে মাত্র ৩০ রান। ওভার বাড়ার সঙ্গে রানের চাকা হয়েছে ধীর। সাকিব এসে তিনিও রান তুলতে পারেননি দ্রুত।


নাঈম শেখের সঙ্গে জুটি বেঁধে ২৬ বলে ১৫ রান করে সাজঘরে ফিরেছেন হ্যাজেলউডের বলে ম্যাথু ওয়েডের হাতে ক্যাচ দিয়ে। বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে ৫০ রান, ২ উইকেট।