আসা-যাওয়ার মিছিলে ৭৩ রানেই অলআউট টাইগাররা

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৪ঠা নভেম্বর ২০২১ ০৫:২৩ অপরাহ্ন
আসা-যাওয়ার মিছিলে ৭৩ রানেই অলআউট টাইগাররা

বাংলায় একটা প্রবাদ আছে- শেষ ভালো যার, সব ভালো তার। কিন্তু চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের শেষটাও ভালো হলো না। সুপার টুয়েলভে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৫ ওভারে ৭৩ রানেই অলআউট হয়ে গেছে লাল-সবুজ বাহিনী।


বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে টাইগারদের আগে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তার এই সিদ্ধান্তকে যথাযথই সঠিক প্রমাণ করলেন অজি বোলাররা।


আজও চরম ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়েছেন বাংলাদেশি ব্যাটাররা।