খুলনার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বরিশাল

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার ২৯শে জানুয়ারী ২০২২ ১২:২৭ অপরাহ্ন
খুলনার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বরিশাল

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ঘরের মাঠে হারিয়েই চট্টগ্রাম পর্ব শুরু করা খুলনা টাইগার্সের প্রতিপক্ষ এবার ফরচুন বরিশাল। পয়েন্ট টেবিলে খুলনার অবস্থান তিনে। মুশফিকের নেতৃত্বাধীন দলটা ৩ ম্যাচে জয় পেয়েছে ২টি।আঅন্যদিকে তারকায় ঠাঁসা ফরচুন বরিশালের অবস্থান চার নম্বরে। সাকিবের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল ৩ ম্যাচে জয় পেয়েছে কেবল ১টি।


আজ দুই দলই নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামছে। আজ দিনের প্রথম ম্যাচে টস জিতে ফরচুন বরিশালকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে খুলনা। আগের দিন চট্টগ্রামের বিপক্ষে পরে ব্যাট করে জয় পাওয়াটাও এর কারণ হতে পারে।


খুলনা টাইগার্স: মুশফিকুর রহিম (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, সৌম্য সরকার, রনি তালুকদার, ইয়াসির আলী, থিসারা পেরেরা, শেখ মেহেদী হাসান, ফরহাদ রেজা, কামরুল ইসলাম, সেকুগে প্রসন্ন, মোহাম্মদ শরিফুল্লাহ।


ফরচুন বরিশাল: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, ক্রিস গেইল, তৌহীদ হৃদয়, নুরুল হাসান, ইরফান শুক্কুর, জিয়াউর রহমান, জ্যাকব লিন্টট, মুজিব উর রহমান, মেহেদী হাসান রানা, শফিকুল ইসলাম।