আইপিএল নিলামের প্রথম দিন কোনও দরই পেলেন না বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। দুই কোটি ভিত্তি মূল্যের সাকিবকে নিলামে তোলা হলে কোনও ফ্রাঞ্চাইজি দর হাঁকেনি প্রথম দিন।
ফলে এদিন অবিক্রিত থাকেন বাংলাদেশের তারকা এই ক্রিকেটার। তবে দ্বিতীয় দিন আবার তাকে নিলামে তোলা হবে।এর আগে সাকিবের মতো অবিক্রিত থেকে যায় অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ব্যাটসম্যান স্টিভ স্মিথ।
আজ শনিবার শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় শুরু হয়ে দুই দিনের এই মেগা অকশন চলবে রবিবার রাত পর্যন্ত।এবার আইপিএলে মোট ৫৯০ জন ক্রিকেটার নিলামের তালিকায় আছে। এর মধ্যে ৩৭০ জন ক্রিকেটার ভারতীয়। ২২০ জন বিদেশি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।