ক্যারিয়ারের পঞ্চম শতক পূর্ণ করলেন লিটন দাস। রানের খাতা খোলার আগেই লিটনকে সাজঘরে ফেরতে পারতেন আফগানরা। ফজল হক ফারুকির বলে এলবিডব্লু হলে রিভিউতে দেখা যায় বল লেগ স্টাম্পের বাইরে পিচ করে।
সেই লিটন শেষ পর্যন্ত পূর্ণ করলেন ১০৭ বলে ১৪টি চারে শত রান। টস করতে এসে তামিম ইকবাল জানিয়েছিলেন অন্তত ২৬০ রান সংগ্রহের কথা। যদিও শুরুটা যেমন হয়েছিল ব্যাট করতে নেমে তাতে কিছুটা নিরাশ করেছিল টাইগার ভক্তদের।
দলীয় ৩৮ রানের মাথায় তামিম ইকবাল বিদায় নেন ১২ (২৪) রান করে। তামিমের পর লিটন দাসের সঙ্গে ৫৪ বলে ৪৫ রানের জুটি বেঁধেছিলেন সাকিব আল হাসান। রশিদ খান নিজের প্রথম ওভার করতে এসে দ্বিতীয় বলেই তুলে নেন সাকিবকে। ৩৬ বলে ২০ রান করে সাকিব শিকার হন এলবিডব্লুর।
সাকিবের বিদায়ের পর মুশফিকুর রহিমকে নিয়ে ৬৮ বলে লিটন তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক। লিটনের পর মুশফিকও তুলে নিয়েছেন ৫৬ বলে ফিফটি।দুজনের জুটিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ। লিটন দাস ১০৩ (১০৭) ও মুশফিকুর ৬৮ (৭৭) রানে অপরাজিত রয়েছেন। দুজনের জুটি থেকে এখন পর্যন্ত এসেছে ১৩১ (১৩৬) রান। বাংলাদেশের সংগ্রহ ৩৯ ওভারে ২ উইকেটে ২১৪ রান।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।