প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে জয় পেয়েছে নিউজিল্যান্ড। তাও রীতিমতো অজিদের গুঁড়িয়ে দিয়ে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে অজিদের বিপক্ষে ৮৯ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে কিউইরা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে এর আগে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও কোনো ম্যাচই জেতেনি নিউজিল্যান্ড। ৪র্থ বারের চেষ্টায় এই ফরম্যাটে অজিদের মাটিতে স্বাগতিকদের হারানো স্বাদ পেলো কেন উইলিয়ামসনের দল। এছাড়াও টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে দুই দলের এখন তিনবারের দেখায় ২ জয় নিয়ে এগিয়ে গেল কিউইরা। একবারই হেরেছিল বিশ্বকাপে। সেটিও গত বছরের ফাইনালের মঞ্চে।
বিস্তারিত আসছে...
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।