অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৯ রানের বড় জয় পেয়েছে নিউজিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার ২২শে অক্টোবর ২০২২ ০৪:৩৩ অপরাহ্ন
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৯ রানের বড় জয় পেয়েছে নিউজিল্যান্ড

প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে জয় পেয়েছে নিউজিল্যান্ড। তাও রীতিমতো অজিদের গুঁড়িয়ে দিয়ে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে অজিদের বিপক্ষে ৮৯ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে কিউইরা।


অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে এর আগে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও কোনো ম্যাচই জেতেনি নিউজিল্যান্ড। ৪র্থ বারের চেষ্টায় এই ফরম্যাটে অজিদের মাটিতে স্বাগতিকদের হারানো স্বাদ পেলো কেন উইলিয়ামসনের দল। এছাড়াও টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে দুই দলের এখন তিনবারের দেখায় ২ জয় নিয়ে এগিয়ে গেল কিউইরা। একবারই হেরেছিল বিশ্বকাপে। সেটিও গত বছরের ফাইনালের মঞ্চে।


বিস্তারিত আসছে...