বাসার নিচে ভক্ত-সংবাদকর্মীদের অপেক্ষা, উচ্ছ্বসিত সাকিবকন্যা (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ৩১শে অক্টোবর ২০১৯ ০৫:৩০ অপরাহ্ন
বাসার নিচে ভক্ত-সংবাদকর্মীদের অপেক্ষা, উচ্ছ্বসিত সাকিবকন্যা (ভিডিও)

সব ধরনের ক্রিকেট থেকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এতে সবার সঙ্গে মন খারাপ সাকিব কন্যা আলাইনা হাসান অব্রিরও। 

চার বছর বয়সী আলাইনা হয়তো এখনো জানে না ঠিক কী ঘটেছে তার বাবার সঙ্গে । তবে তাদের বনানীর বাসার নিচে বাবার সমর্থক ও গণমাধ্যম কর্মীদের আনাগোনা দেখে বেশ উচ্ছ্বসিত সে। তাই তো বারবার বারান্দায় এসে দেখছে সবাইকে। হাত নেড়ে কিছু বলার চেষ্টা করছে। উপভোগ করছে মুহূর্তগুলো।। আলাইনা বুঝে ওঠার আগেই আবারও ক্রিকেটে ফিরে আসুক তার বাবা বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের জান সাকিব আল হাসান। আবারও চার-ছক্কার ঝড়ে হাসি ফোটাক ১৭ কোটি বাঙালির মুখে।