বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি রোহিঙ্গা কে আটক করেছে পুলিশ। থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন এর নির্দেশনায়,ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃদেলোয়ার হোসেন এর সার্বিক তত্বাবধান ও নেতৃত্বে অভিযান পরিচালনা করে ঘুমধুম ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কচিবনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাকে আটক করা হয়।
২৮ জুন রাত দেড়টার দিকে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ ইউনুস মিয়া ও সঙ্গীয় ফোর্স এ অভিযানে সাথে ছিলেন।আটক মাদক কারবারি বালুখালী ক্যাম্প-১১ এর হেডমাঝি নুর হালিমের ব্লক বি- ৭'র আশ্রিত রোহিঙ্গা আলী আহমদের ছেলে জিয়াউর রহমান (২৬)।তার নিকট থেকে ৬০ হাজার টাকা মুল্যের ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সংক্রান্তে আটককৃত আসামীর বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়াধীন রয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।