ছাত্রলীগ নেতার কব্জি কর্তণ মামলায় গ্রেফতার-৩, সভাপতি বহিস্কার
উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলামের(২৫) এর ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. তরিকুল ইসলামকে প্রধান আসামী ও তার বড় ভাই একই ইউনিয়নের সেচ্ছাসেবক লীগের সদস্য মো. সাইফুল ইসলাম রায়হানসহ ১৭ জনের নামে মামলা করা হয়।
বৃহস্পতিবার রাতে গুরুতর জখম হওয়া রাকিবুল ইসলামের মা মোসা. রাহিমা বেগম কলাপাড়া থানায় এ মামলা দায়ের করেন। এছাড়া মামলায় ৭/৮ জনকে অজ্ঞাত আসামী রাখা হয়েছে।
পুলিশ ওই রাতে অভিযান চালিয়ে এ মামলার এজাহারভুক্ত তিন আসামীকে গ্রেফতার করেছেন। গ্রেফতার কৃতরা হলেন, মো. খলিল, মো. নোমান, মো. নয়ন বয়াতী।
পুলিশের পৃথক দুটি দল মিঠাগঞ্জ ও নাচনাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
এদিকে এ হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. তরিকুল ইসলাম পাহলানকে বহিস্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সংগঠনের নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় গতকাল কেন্দ্রীয় ছাত্রলীগ নির্বাহী সংসদ তাকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিস্কার করা হয়।
গত ২৯ জুলাই সংগঠনের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আসাদুর রহমান জানান, পুলিশ তিন জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। শুক্রবার তাদেরকে আদালতের প্রেরন করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।