ঘুমধুমে ১৯শ পিস ইয়াবাসহ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার ১৩ই আগস্ট ২০২১ ০৯:১৪ অপরাহ্ন
ঘুমধুমে ১৯শ পিস ইয়াবাসহ রোহিঙ্গা আটক

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ১৯ শত পিস ইয়াবাসহ এক মাদক কারবারি রোহিঙ্গা আটক হয়েছে। ১৩ আগষ্ট বিকেল ৫টা ১৫ মিনিটের সময় কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার টিভি রিলে উপকেন্দ্রের পূর্ব পাশে ইয়াহিয়া গার্ডেনের প্রবেশমুখে পাকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ( ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন'র সার্বিক নির্দেশনায়, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃদেলোয়ার হোসেন এর নেতৃত্বে এসআই মোঃ ইউনুছ মিয়া সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ১৯শত পিস ইয়াবাসহ উখিয়ার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্প-৩ এর ব্লক-৩ এর-এ৩০ বস্তিঘরের বাসিন্দা আজিম উল্লাহর ছেলে রহমত উল্লাহ কে আটক করতে সক্ষম হয়।উদ্ধার করা ইয়াবার মুল্য ৫ লাখ ৭০ হাজার টাকা।



এ সংক্রান্তে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এমনটাই নিশ্চিত করেছেন,নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।