বিএমপিতে তিন কেজি গাঁজা দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৬ই ডিসেম্বর ২০২১ ০৮:৫৫ অপরাহ্ন
বিএমপিতে তিন কেজি গাঁজা দুই মাদক ব্যবসায়ী আটক

বরিশাল মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে তিন কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর এবং রাতে পৃথক অভিযানে  তাদের আটক করা হয়। বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে বিএমপি পুলিশ। 


পুলিশ জানায়, ভোলা জেলা ও সদর থানাধীন পৌর ৭নং ওয়ার্ডস্থ আমানতপাড়ার মৃত রফিকুল ইসলাম এর ছেলে মনিরুল ইসলাম(৩০) কে  ১ কেজি গাঁজা ও  রাত পৌনে ১০টায় কোতোয়ালি মডেল থানাধীন ১১ নং ওয়ার্ড চানমারি মাদ্রাসা গলির মতলেব দেওয়ানের ছেলে মোঃ মাসুম দেওয়ান (২৮) কে দুই কেজি গাঁজাসহ আটক করেন। 


আটককৃতদের আসামী করে সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।