বরিশাল মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে তিন কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর এবং রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে বিএমপি পুলিশ।
পুলিশ জানায়, ভোলা জেলা ও সদর থানাধীন পৌর ৭নং ওয়ার্ডস্থ আমানতপাড়ার মৃত রফিকুল ইসলাম এর ছেলে মনিরুল ইসলাম(৩০) কে ১ কেজি গাঁজা ও রাত পৌনে ১০টায় কোতোয়ালি মডেল থানাধীন ১১ নং ওয়ার্ড চানমারি মাদ্রাসা গলির মতলেব দেওয়ানের ছেলে মোঃ মাসুম দেওয়ান (২৮) কে দুই কেজি গাঁজাসহ আটক করেন।
আটককৃতদের আসামী করে সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।