সাড়ে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮। শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ফরিদপুর কোতয়ালী থানাধীন ধুলদি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। রবিবার সকালে র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ শহিদুল ইসলাম এবং স্কোয়াড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ধুলদি বাজার সংলগ্ন হাইওয়ে সড়কে অভিযান চালান। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহনের যাত্রী মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার বুড়িচং থানার পূর্ণমতি গ্রামের বাসিন্দা মোঃ আব্দুর রাজ্জাক আশপাক এর পুত্র মোঃ জাকির হোসেন আশপাক এবং পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন ইছাদি গ্রামের মোঃ ফারুক পেদার পুত্র মোঃ রাহাত পেদাকে আটক করে র্যাব। পরে তাদের কাছ থেকে সাড়ে ১৮ কেজি গাঁজা উদ্ধার করে র্যাব।
আটককৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মহাসড়ক ব্যবহার করে মাদক পাচার করে আসছে বলে র্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
এ ঘটনায় আটককৃতদের আসামী করে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।