রাজবাড়ীতে বিপুল পরিমান স্বর্ণালঙ্কার, নগদ অর্থসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ২৬শে নভেম্বর ২০২২ ০৫:৫০ অপরাহ্ন
রাজবাড়ীতে বিপুল পরিমান স্বর্ণালঙ্কার, নগদ অর্থসহ আটক ৩

রাজবাড়ীতে বিপুল পরিমান স্বর্ণলঙ্কার ও নগদ ৭৬ হাজার টাকাসহ আন্তঃ জেলা চোর চক্রের ৩ সদস্য কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।


শনিবার (২৬ নভেম্বর) সকালে জেলার কালুখালী উপজেলার দূর্গাপুর এলাকায় কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশী চালিয়ে তাদের আটক করা হয়।


তাদের কাছ থেকে ১ জোরা রুলি, ১ টি আংটি, ১ টি টিকলি, ৩ টি চেইন, ১ টি রুপার চেইন, ৪ টি নাক ফুল ও ২ জোরা চুরি জব্দ করা হয়েছে।


আটককৃতরা হলো, কুষ্টিয়া জেলার শেখ পাড়া এলাকার জমসের মোল্লার ছেলে আলমগীর মোল্লা, ফরিদপুর জেলার মধুখালী উপজেলার পলাশ কাজীর ছেলে রাকিব কাজী ও রাজবাড়ী জেলার মহারাজপুর এলাকার ছাত্তার শেখের ছেলে ইমরান শেখ।


রাজবাড়ী জেলা গোয়েন্দ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, শনিবার সকালে পুলিশের চেকপোষ্ট বসিয়ে দূর্গাপুরে কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশী চালিয়ে তিনজন ব্যাক্তি কথাবার্তায় সন্দেহ হয়। এ সময় তাদের তল্লাশী করে কাছে থাকা ১ জোরা রুলি, ১ টি আংটি,১ টি টিকলি, ৩ টি চেইন,১ টি রুপার চেইন, ৪ টি নাক ফুল, ও ২ জোরা চুরি জব্দ করা হয়েছে। প্রাথমিক চিজ্ঞাসাবাদে তারা কুষ্টিয়ায় একটি চুরির ঘটনা ঘটিয়েছে বলে স্বীকার করেছে।