পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন, ১৭টি ড্রেজারসহ আটক ১১

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার ৮ই নভেম্বর ২০২৩ ০৯:১৬ অপরাহ্ন
পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন, ১৭টি ড্রেজারসহ আটক ১১

মাদারীপুরের শিবচরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ১৭টি ড্রেজারসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। আটকৃতদের বিরুদ্ধে শিবচর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


বুধবার (৮ নভেম্বর) ভোর থেকে নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন ও পুলিশের একটি দল।


শিবচর উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিবুল ইসলাম বলেন, রাতের আধারে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। এমন সংবাদে আজ ভোর থেকে নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৭টি ড্রেজার ও ১১ জনকে আটক করা হয়।


অভিযানে অংশ নেওয়া শিবচর থানার ওসি সুব্রত গোলদার বলেন, মঙ্গলবার রাত থেকে আমরা অভিযানের প্রস্তুতি নিয়েছি এবং আজকের অভিযানে জব্দ ও আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বালু উত্তোলন বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


এ সময় অভিযানে নৌ-পুলিশ ছাড়াও অংশ নেন শিবচর উপজেলা সহকারি কমিশনা (ভূমি) রিয়াজুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা।