এইচএসসি পরীক্ষার প্রথম দিন বরিশাল শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিলেন ৯৬৭ পরীক্ষার্থী। বাংলা প্রথম পত্রের এই পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বরিশাল বিভাগের ৬ জেলার ১২৫টি পরীক্ষাকেন্দ্রে ৬১ হাজার ১৩৩ পরীক্ষার্থীর পরীক্ষায় অংশ নেয়ার কথা। এর মধ্যে রবিবার পরীক্ষায় অংশ নিয়েছেন ৬০ হাজার ১৬৬ জন পরীক্ষার্থী। রবিবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ কুমার গাইন।
তিনি জানান, বরিশাল বিভাগের ৬ জেলার ১২৫টি পরীক্ষাকেন্দ্রে ৬১ হাজার ১৩৩ পরীক্ষার্থীর পরীক্ষায় অংশ নেয়ার কথা। অনুপস্থিতির সংখ্যা ৯৬৭ জন।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, অনুপস্থিতির মধ্যে সর্বোচ্চ বরিশাল জেলায় ২৯৩, পটুয়াখালীতে ১৯২, ভোলায় ১৫৮, পিরোজপুরে ১২০, বরগুনায় ১০৭ ও ঝালকাঠিতে ৯৭ জন রয়েছে। পিরোজপুরে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।