জরুরী বিজ্ঞপ্তি দিয়ে সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করল বুয়েট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার ১২ই অক্টোবর ২০১৯ ০৪:৩৮ অপরাহ্ন
জরুরী বিজ্ঞপ্তি দিয়ে সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করল বুয়েট

প্রশাসনিক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সকল রাজনৈতিক সংগঠন ও তার কার্যক্রম নিষিদ্ধ করলো বুয়েট কর্তৃপক্ষ। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সাইদুর রহমান স্বাক্ষতির এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জানানো হয়।

একইসাথে পৃথক আরেক বিজ্ঞপ্তিতে বুয়েটের আবাসিক হলগুলোতে যারা অবৈধভাবে অবস্থান করছেন তাদের সিট খালি করা ও সাংগঠনিক ছাত্র সংগঠনগুলোর অফিসরুম বন্ধ করে তা সিলগালা কারার জন্য ছাত্রকল্যাণ পরিচালককে ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামীকাল রোববার থেকে এ কার্যক্রম শুরু হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভবিষ্যতে কোন ছাত্র সাংগঠনিক ছাত্র রাজনীতি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে ডিসিপ্লিন লংঘন এর দায়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে, একইসাথে কোন শিক্ষার্থীরা বিরুদ্ধে র‌্যাগিং বা ছাত্র নির্যাতনের অভিযোগ আসলে তা ডিসিপ্লিনারী কমিটির মাধ্যমে দ্রুত বিচার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব