অমর একুশে বইমেলায় প্রকাশ হয়েছে মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির চেয়ারম্যান আনোয়ার-ই-তাসলিমা প্রথা‘র একক কাব্যগ্রন্থ “হৃদয় খঞ্জন”। বইটি প্রকাশ প্রকাশনা ক্যানভাস প্রকাশনী। আনোয়ার-ই-তাসলিমা প্রথার’ বইটি মেলায় নবসাহিত্য প্রকাশন এ ২৯৩ নং স্টলে পাওয়া যাচ্ছে।কবি জানায়, বইটিতে মোট ৬৫ টি কবিতা রয়েছে। সমাজের চলমান অবস্থা, নানান অনিয়মের প্রতিবাদ, বাঙালির ইতিহাস- ঐতিহ্য, হৃদয়ের প্রেম, আবেগ আর ভালবাসার ছোঁয়ায় কবিতাগুলো লেখা।
কবির জন্ম নোয়াখালী জেলায়, আর বেড়ে উঠা রাজধানী ঢাকায়। বাবা ছিলেন টিএন্ডটি’র চট্টগ্রাম বিভাগীয় প্রকৌশলী। তিনি ঢাকার ইডেন মহিলা কলেজ থেকে মাস্টার্স শেষ করে কাজ শুরু করেন সমাজের অসহায় ও ছিন্নমূল মানুষদের নিয়ে। প্রতিষ্ঠা করেন মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি। যা এখন দেশের গন্ডি পেরিয়ে সেবা দিচ্ছে আন্তর্জাতিক পরিমন্ডলেও।কবি আনোয়ার-ই-তাসলিমা আরও বলেন, “হৃদয় খঞ্জন” বিক্রির সম্পূর্ণ টাকা ছিন্নমূল ও অসহায় মানুষদের পিছনে ব্যায় করা হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।