মাদক মামলায় জামিন পাওয়া চিত্রনায়িকা পরীমণি আজ সকালে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সকাল সাড়ে ৯টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে বের হলে তার স্বজনরা তাকে বরণ করে নেন।
এদিকে পরীমণির জামিনের খবর পেয়ে ভোর থেকেই একবার দেখার জন্য অনেক দূর থেকে ছুটে এসেছিলেন ভক্ত-অনুরাগীরা। ভক্তদের উদ্দেশে হাত নেড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। বেশ কিছু ভক্ত তার দিকে হাত বাড়িয়ে দিলে তিনি তাদের সাথে হাত মেলান। ভক্তদের পেছনে রেখে সেলফি তুলতেও দেখা গেছে তাকে।
অন্যদিকে, চিত্রনায়িকা পরীমণিকে অনেক ভক্ত-অনুরাগীরা না দেখতে পেরে হতাশও হয়েছেন।
কিশোরগঞ্জের বাজিতপুর থেকে পরীমণিকে দেখতে এসেছিলেন একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হৃদয়। নায়িকাকে দেখতে না পারায় কষ্ট পেয়েছেন তিনি। তিনি বলেন, ‘ভোরে রওনা হয়েছি। সকাল ১০টায় কারাগারে এসে শুনি পরীমনি বের হয়ে চলে গেছেন।’ তিনি আরও বলেন, ‘শুনেছি অনেকেই তার সঙ্গে সেলফি তুলেছে। সামনাসামনি দেখেছে। এত দূর থেকে এসেও তাকে দেখতে না পারায় কষ্ট লাগছে।’
গাজীপুরের কালিয়াকৈর থেকে পরীমনিকে দেখতে এসেছিলেন রেজাউল করিম। তিনি বলেন, ‘পরীমণি অপূর্ব সুন্দরী। তাকে দেখার অনেক দিনের বাসনা ছিল। আজ তা পূর্ণ হলো।’
এর আগে মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েশ শুনানি শেষে ৫০ হাজার টাকা মুচলেকায় পরীমণির জামিন আদেশ দেন। তিন কারণ বিবেচনায় পরীমণিকে জামিন দেওয়া হয়েছে। যেহেতু পরীমণি একজন চিত্রনায়িকা এবং একজন নারী। তাছাড়া সরকারি অনুদানপ্রাপ্ত প্রীতিলতা নামক একটি চলচ্চিত্রে তার অভিনয়ের শিডিউল চলছে। এসব বিষয় বিবেচনায় তদন্ত প্রতিবেদন (চার্জশিট) দাখিল পর্যন্ত জামিনের আদেশ দেন আদালত।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।