বুধবার ভাগ্য নির্ধারণ নিপুণ-জায়েদের

নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ১লা মার্চ ২০২২ ০৬:১১ অপরাহ্ন
বুধবার ভাগ্য নির্ধারণ নিপুণ-জায়েদের

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছিল গেল জানুয়ারি মাসে। কিন্তু শেষ হয়েও যেন শেষ হচ্ছে না এ নির্বাচন। থেকে যাচ্ছে এর রেশ। নির্বাচনে সাধারণ সম্পাদকের পদ নিয়ে জটিলতা পৌঁছে হাইকোর্টে। এখন কোর্টই নির্ধারণ করবে কে হবে সাধারণ সম্পাদক।


মঙ্গলবার (০১ মার্চ) এ বিষয়ে হাইকোর্টে ভার্চুয়ালি এক শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বুধবার (০২ মার্চ) চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে রায় ঘোষণার তারিখ চূড়ান্ত করা হয়। 


এর আগে সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিএফডিসির সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ-নিপুণ দ্বন্দ্বের বিষয়ে হাইকোর্টে শুনানি হওয়ার কথা ছিল। তবে রুলের শুনানির দিনে বসেননি আদালত। হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চে ভার্চুয়ালি এ শুনানি হওয়ার কথা ছিল।


বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন নিপুণের আইনজীবী ব্যারিস্টার মো. মোস্তাফিজুর রহমান খান। এর আগে, হাইকোর্টের রুল শুনানি মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে বুধবার (২৩ ফেব্রুয়ারি) তারিখ দেওয়া হয়েছিল। কিন্তু বুধবার শুনানি মুলতবি করে নতুন তারিখ দেওয়া হয়েছিল বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি)।


তবে, সেদিন কার্যতালিকায় থাকলেও রিটের শুনানি হয়নি। নিপুণের আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একই বেঞ্চ পিছিয়ে নতুন করে তারিখ নির্ধারণ করেন।


২৮ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন চিত্রনায়ক জায়েদ খান। নিপুণ আক্তার পান ১৬৩ ভোট। এরপর টাকা দিয়ে ভোট কেনাসহ একাধিক অভিযোগ আনেন নিপুণ। পরে জায়েদের প্রার্থিতা বাতিল চেয়ে শিল্পী সমিতির আপিল বোর্ডে আবেদন করেন নিপুণ। আবেদনের পরিপ্রেক্ষিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে করণীয় জানতে আবেদন করেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।