শাকিব খানের বিরুদ্ধে ডিজিটাল আইনে অভিযোগ দায়ের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ২৮শে জুন ২০২০ ০৬:২৬ অপরাহ্ন
শাকিব খানের বিরুদ্ধে ডিজিটাল আইনে অভিযোগ দায়ের

চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করেছেন শিল্পী দিলরুবা খান।

অভিযোগে বলা হয়েছে, অনুমতি না নিয়ে শিল্পী দিলরুবা খানের ‘পাগল মন’ গান রিমেক করে সিনেমায় ব্যবহার করেছেন শাকিব খান।

রোববার (২৮ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ইউনিটে ক্ষতিপূরণ ও আইনি ব্যবস্থার দাবি করে এ অভিযোগ দিয়েছেন তিনি।

শিল্পী দিলরুবা খানের আইনজীবী ব্যারিস্টার ওলোরা আফরিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।