পিআইবি’র উদ্যোগে পিরোজপুর ও বরগুনার সাংবাদিকদের নিয়ে ২ দিন ব্যাপী উপকূলীয় সাংবাদিকতা প্রশিক্ষন সমাপ্ত হয়েছে।
শনিবার (১৭ জুলাই) বিকালে এ প্রশিক্ষন সমাপ্ত হয়। এর আগেগত শুক্রবার পিআইবি’র উদ্যোগে অনলাইনে এ প্রশিক্ষন শুরু হয়। এতে ওই ২ জেলার ৩০ জন পেশাদার সাংবাদিক এ প্রশিক্ষনে অংশ গ্রহন করেন।
এতে প্রশিক্ষন প্রদান করেন পিআইবি’র মহাপরিচালক মো. জাফর ওয়াজেদ, উপকূলীয় সাংবাদিকতার উপর দক্ষ মো. রফিকুল ইসলাম মন্টু, প্রশিক্ষক মো. বারেক হোসেন প্রমুখ। এতে উপকূলীয় সাংবাদিকতার বিভিন্ন সমস্যা, সংবাদের বিষয়,
উপকুলের মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে সাংবাদিকতার প্রশিক্ষন প্রদান করা হয়।
প্রশিক্ষনে অংশ নেয়া পিরোজপুর জেলা সাংবাদিকদের পক্ষে প্রতিনিধিত্ব করেন দৈনিক কালের কন্ঠ ও একুশে টিভির পিরোজপুর প্রতিনিধি শিরিন আফরোজ ও বরগুনার পক্ষে দৈনিক কালের কন্ঠ ও এনটিভি’র সোহেল হাসিব। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এমন প্রশিক্ষন খুবই প্রয়োজনীয় বলে প্রশিক্ষনে
অংশ নেয়া সাংবাদিকরা জানান।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।