ধর্ষণচেষ্টার অভিযোগে আটক এক তরুণকে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ছয় মাস বিনামূল্যে গ্রামের নারীদের কাপড় ধোয়ার সাজা দিয়েছেন। সম্প্রতি ভারতের বিহারে এমন অভিনব ঘটনাটি ঘটেছে। অভিযুক্তের নাম লালন কুমার সাফি (২০)। দ্য হিন্দু ও ট্রিবিউন ইন্ডিয়া জানায়, ধর্ষণচেষ্টার অভিযোগ প্রমাণ হওয়ায় শর্তসপেক্ষে লালন কুমার সাফিকে জামিন দিয়েছেন বিহারের মধুবনীর ঝঞ্জরপুরের অতিরিক্ত জেলা জজ অবিনাশ কুমার। তাকে শাস্তির আদেশের অনুলিপি এরইমধ্যে গ্রাম প্রধানের কাছে পাঠানো হয়েছে।
খবরে আরও বলা হয়, গ্রামটিতে প্রায় দুই হাজারের মতো মানুষের বসবাস। ফলে গ্রামের সব নারীর কাপড় ধুতে ও স্ত্রী করে ফেরত দিতে যথেষ্ট বেগ পেতে হবে লালনকে। গত ১৭ এপ্রিল তার বিরুদ্ধে ঘরে ঢুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন স্থানীয় এক নারী। গত ১৯ এপ্রিল গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয় তাকে।
বিহারের মধুবনী জেলার পুলিশ কর্মকর্তা সন্তোষ কুমার সিং জানিয়েছেন, লালন কুমার জীবিকার জন্য কাপড় পরিষ্কারের কাজ করতেন। এরই জের ধরে তাকে ওই শাস্তি দেওয়া হয়েছে। এপ্রিল মাসে ধর্ষণ চেষ্টার অভিযোগে ওই তরুণকে গ্রেপ্তার করা হয়।
এই রায় সমাজের জন্য গুরুত্বপূর্ণ বার্তা উল্লেখ করে অভিযুক্তের আইনজীবী পরশুরাম মিসরা বলেন, এমন অপরাধ থেকে বিরত থাকতে সবাইকে উৎসাহিত করবে এটি। রায়কে ঐতিহাসিক উল্লেখ করে গ্রাম প্রধান নাসিমা খাতুন বলেন, নারীদের সম্মান ও মর্যাদা এভাবে সুরক্ষিত করায় এমন অপরাধ করার আগে একশবার ভাববে সবাই।
২০১২ সালে দিল্লিতে আলোচিত গণধর্ষণের পর ভারতের ধর্ষণ আইনগুলো সংশোধন করা হয়েছিল। কিন্তু তারপরও ২০২০ সালে ২৮ হাজারেরও বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।