করোনায় আক্রান্ত জাস্টিন ট্রুডো

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার ৩১শে জানুয়ারী ২০২২ ০৯:৫৬ অপরাহ্ন
করোনায় আক্রান্ত জাস্টিন ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (৩১ জানুয়ারি) সকালে এক টুইটে তিনি বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন।ট্রুডো তার টুইটে লেখেন, আজ সকালেই করোনা পরীক্ষায় আমার সংক্রমণ শনাক্ত হয়েছে। আমি সুস্থ রয়েছি এবং স্বাস্থ্যবিধি মেনে বাসা থেকেই এই সপ্তাহে কাজ চালিয়ে যাবো।


এছাড়া তিনি তার টুইটে সবাইকে করোনা প্রতিরোধী ভ্যাকসিন গ্রহণেরও আহ্বান জানান।এর আগে গত বুধবার (২৬ জানুয়ারি) করোনা আক্রান্তের সংস্পর্শে আসায় পাঁচদিনের জন্য আইসোলেশনে যাওয়ার কথা জানিয়েছিলেন জাস্টিন ট্রুডো।


ওইদিন এক টুইটে তিনি জানান, বুধবার তিনি করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছেন এটা জানতে পারেন। যদিও তার র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে। তিনি বাড়িতে অবস্থান করছেন সেই সঙ্গে স্বাস্থ্যবিধি অনুসরণ করছেন।তবে কানাডার প্রধানমন্ত্রী কীভাবে কোভিড-১৯ পজিটিভ ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন সে বিষয়টি জানাননি।