বৈরুতে ড্রোন হামলার জবাবে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রবিবার লেবানন থেকে বেশ কয়েকটি ট্যাংক বিধ্বংসী রকেট ছোড়া হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী সূত্র রকেট হামলার কথা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ইসরায়েলি সামরিক ঘাঁটি ও সামরিক যান লক্ষ্য করে এসব রকেট ছোড়া হয়েছে। রকেট হামলার জবাবে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
হিজবুল্লাহ জানিয়েছে, হামলায় ইসরায়েলের অনেকেই হতাহত হয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামলাস্থলে কেউ আহত হয়নি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী টুইটারে জানায়, হিজবুল্লাহ দুই থেকে তিনটি ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়েছে। উত্তর ইসরায়েলে সেনাবাহিনীর একটি ফাঁড়ি ও অ্যাম্বুলেন্সে তা আঘাত হেনেছে। আমরাও হিজবুল্লাহ স্কোয়াড লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছি। কেউ হতাহত হয়নি।
শনিবার রাতে এক টেলিভিশন ভাষণে শিয়াপন্থী সশস্ত্র প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ’র নেতা হাসান নাসরুল্লাহ বলেছেন, পাল্টা জবাব দেওয়ার যে সিদ্ধান্ত তার সংগঠন নিয়েছে, তার কোনও নড়চড় হবে না। ড্রোন হামলার জন্য ইসরায়েলকে মূল্য দিতে হবে। ইসরায়েলি ড্রোনের সাহায্যে দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর অবস্থানে বোমাবর্ষণের ব্যর্থ চেষ্টার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে হাসান নাসরুল্লাহ এ বক্তব্য দেন। তার বক্তব্যের পরদিনই ইসরায়েলে রকেট হামলা চালালো ইরান সমর্থিত এই গোষ্ঠীটি।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।