ব্যালকনিতে দাঁড়িয়ে এক বোন সেলফি তুলছে। সেদিকে তাকিয়ে আরেক জন। হঠাৎ একটা বিকট শব্দ। বোনের চোখের সামনে ১৭ তলা থেকে মাটিতে বোন! শনিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দুবাইয়ে। গালফ নিউজ জানিয়েছে, মাটিতে পড়া ১৬ বছর বয়সী কিশোরী সঙ্গে সঙ্গে না ফেরার দেশে চলে যায়। প্রতিবেদনে নিহত কিশোরীর নাম-ঠিকানা জানানো হয়নি। শুধু বলা হয়েছে, এশিয়ার কোনো দেশে তাদের বাড়ি। দুবাই পুলিশের মুখপাত্র কর্নেল ফয়সাল আল কাসিম বলেন, ‘ব্যালকনির একদম কোনার দিকে মেয়েটি দাঁড়িয়েছিল। তার বোনের সঙ্গে কথা বলে জেনেছি সেলফি তোলার জন্য সে চেয়ারের ওপর দাঁড়ায়। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে।’
‘মেয়েটির ফোন নাটকীয়ভাবে ব্যালকনিতে থেকে যায়। এত উপর থেকে পড়ার পর তার আর বাঁচার সম্ভাবনা ছিল না। একদম ঘটনাস্থলেই মারা গেছে।’ ‘তরুণ-তরুণীদের এমন বিপদের হাত থেকে রক্ষা করার জন্য পরিবারের লোকদের আরও সতর্ক হওয়া উচিত। আমরা সব সময় একথা বলে থাকি।’
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।