করোনা মোকাবিলায় ১০ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ
ভয়াবহ নতুন করোনাভাইরাস মোকাবিলায় সাড়ে ৬০০ কোটি ডলারের তহবিল ঘোষণা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এডিবির প্রেসিডেন্ট মাসাৎসুগু আসাকাওয়া বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তি বিষয়টি জানান। তিনি বলেন, এই মহামারি বড় ধরনের বৈশ্বিক সংকটে পরিণত হয়েছে। এ জন্য জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে জোরালো পদক্ষেপ নেওয়া জরুরি।
আসালাওয়া আরও বলেন, ‘সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে সদস্য দেশগুলোর তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে আমরা এই সাড়ে ৬০০ কোটি ডলারের উদ্ধার তহবিল দিচ্ছি।’ এই তহবিলের বাইরে পরিস্থিতি যখনই চাইবে তখনই আর্থিক ও নীতি সহায়তা দিতে এডিবি প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।
এর মধ্যে মহামারির স্বাস্থ্যগত ও অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় রাষ্ট্রগুলোকে ৩৬০ কোটি ডলার এবং সরাসরি ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র, কুটির ও মাঝারি আকারের প্রতিষ্ঠান এবং স্থানীয় ও আঞ্চলিক বাণিজ্য এবং কোম্পানিগুলোর জন্য ১৬০ কোটি ডলার দেওয়া হবে।
চলমান প্রকল্পগুলো থেকে বরাদ্দ তুলে নিয়ে জরুরি প্রয়োজনে স্বল্প সুদে ১০০ কোটি ডলারের ঋণ সহায়তাও দেবে এডিবি। এছাড়াও প্রযুক্তিগত সহায়তা ও তাৎক্ষণিক অনুদানের জন্য ৪০ মিলিয়ন ডলার সরবরাহ করা হবে।
এদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ইতিমধ্যে ৫ হাজার কোটি ডলারের তহবিল ঘোষণা করেছে। বিশ্ব ব্যাংক ১ হাজার ২০০ কোটি ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে, যেখান থেকে ১০ কোটি ডলার বরাদ্দ পাচ্ছে বাংলাদেশ।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।