ট্রাম্প বরখাস্ত করলেন প্রতিরক্ষামন্ত্রী এসপারকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ১০ই নভেম্বর ২০২০ ১০:২৯ পূর্বাহ্ন
ট্রাম্প বরখাস্ত করলেন প্রতিরক্ষামন্ত্রী এসপারকে

প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারকে বরখাস্তের সিদ্ধান্তের কথা টুইট করে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের বর্তমান প্রধান ক্রিস্টোফার মিলার শিগগিরই এসপারের জায়গায় দায়িত্ব পালন করবেন। খবর বিবিসির।মার্ক এসপারকে বরখাস্তের পরপরই মিলারকে প্রতিরক্ষা সদর দপ্তরে প্রবেশ করতে দেখা গেছে।

গত আগস্ট মাসে কাউন্টার টেররিজম সেন্টারের দায়িত্ব নেয়ার আগে ক্রিস্টোফার মিলার স্পেশাল ফোর্সের সাবেক সৈন্য হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে কাজ করেছেন। ডোনাল্ড ট্রাম্প ও বরখাস্ত হওয়া প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার সাম্প্রতিক সময়ে প্রকাশ্যেই বিরোধে জড়িয়ে পড়েছিলেন।মার্ক এসপার ইতোমধ্যেই পদত্যাগপত্র জমা দিয়েছেন। যেখানে গত ১৮ মাসের দায়িত্ব পালনকালে পেন্টাগনের অর্জনের জন্য তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন।

পদত্যাগপত্রে তিনি লিখেছেন, আমি সংবিধান অনুযায়ী দেশ সেবা করেছি এবং সে কারণেই আমি আমাকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত মেনে নিচ্ছি। তবে শীর্ষ ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলসি ডোনাল্ড ট্রাম্পের এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন।ডোনাল্ড ট্রাম্প এবারের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে হেরে গেছেন। তবে এখনো আনুষ্ঠানিকভাবে তিনি পরাজয় স্বীকার করেননি। বরং আদালতে যাওয়ার হুমকি দিয়েছেন।জো বাইডেন আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

চলতি বছরের শুরুতে বর্ণবাদ বিরোধী প্রতিবাদে সেনা মোতায়েন নিয়ে হোয়াইট হাউজের সাথে বিরোধে জড়ান মার্ক এসপার।মিনেসোটায় পুলিশের হাতে নির্যাতিত হয়ে কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জ ফ্লয়েডের মারা যাওয়ার পর গড়ে ওঠা আন্দোলনের সময় বিক্ষোভ দমনে সেনা মোতায়েনের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। সাবেক সেনা কর্মকর্তা মার্ক এসপার গত জুনে এটিকে অপ্রয়োজনীয় মন্তব্য করেছিলেন যা হোয়াইট হাউজকে অসন্তুষ্ট করেছিলো।এসব বিরোধের জের ধরে মার্ক এসপারকে বরখাস্ত করা হতে পারে বলে ধারণা গড়ে ওঠেছিলো।