ইউপি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিভিন্ন এলাকায়৩০ মামলায় ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
(২৩ নভেম্বর) মঙ্গলবার সরাইল উপজেলা এলাকায় অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, ভ্রাম্যমান আদালতের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সামিন সারোয়ার।
অভিযানের সময় সরাইল থানা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।আজ রাতে সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আরিফুল হক মৃদুল বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী আচরণবিধি লঙ্ঘনের দায়ে২লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে। ২৮ নভেম্বর সরাইল উপজেলার ৯ টি ইউনিয়ন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।